ক্ষুদ্র ও কুটির শিল্পের GIS ভিত্তিক অনলাইন ডাটাবেজ করবে বিসিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২২
এটুআই প্রগ্রামের আওতাধীন বিসিক এর উদ্ভাবনী উদ্যোগ মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের GIS ভিত্তিক অনলাইন ডাটাবেজ কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলায় শুরু হচ্ছে।
এরই অংশ হিসেবে ডাটাবেজ সিস্টেমের উপর ১৬ ও ১৭ অক্টোবর ২০২২ তারিখে ঢাকাস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কম্পিউটার ল্যাবে ১৬ জেলার ৩১ জন কর্মকর্তার ২ দিনব্যপি প্রশিক্ষণ কার্যক্রম অদ্য শুরু হয়েছে।
এ প্রশিক্ষণ কর্মসূচিটি উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান জনাব মুহঃ মাহবুবর রহমান। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ কর্মসুচি প্রধান বিসিক এর পরিচালক (অর্থ) জনাব স্বপন কুমার ঘোষ, কর্মসূচির উদ্ভাবক জনাব মোঃ আব্দুস সাত্তার, কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রাক্তন সদস্য-সচিব ডিজিএম (শিল্পনগরী)-পিআরএল প্রকৌঃ নাসরীন রহিম ও অন্যান্য কর্মকর্তাগণ।
প্রশিক্ষণে কর্মকর্তাদের ডাটাবেজ সিস্টেমের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ, ডাটা এন্ট্রি ও সাপোর্ট, ডাটা ভেরিফিকেশন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি জেলা পর্যায়ে কর্মসূচিটি বাস্তবায়নের মাধ্যমে কিভাবে বিভাগের সকল জেলার স্থানীয় মাঝারি, ক্ষুদ্র, কুটির ও কারুশিল্পগুলো দ্রুত অনলাইন ডাটাবেজটিতে অন্তর্ভুক্ত করতে হবে সে বিষয়েও পূর্ণাংগ ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান মহোদয় এ উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্পায়নে ইতিবাচক প্রভাব ও বিসিক এর ভাবমূর্তি উন্নয়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশের সাথে সাথে কর্মসূচিটি বাস্তবায়নে সকলের সহযোগিতা আশা করে বক্তব্য রাখেন। তিনি এ ধরণের উদ্ভাবন আরও যাতে বিসিক উদ্ভাবন হয় সে বিষয়ে তিনি নবীন কর্মকর্তাদের চিন্তা করার জন্য বলেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসুচি প্রধান বিসিক এর পরিচালক (অর্থ) কর্মসূচিটির গুরুত্ব ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে মাঠ পার্যায়ে কর্মসূচিটি বাস্তবায়নে করনীয় বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রশিক্ষণে কর্মসূচির উদ্ভাবক জনাব আব্দুস সাত্তার সঠিকভাবে দ্রুততার সাথে কিভাবে স্থানীয় শিল্পের তথ্য অনলাইন ডাটাবেজটিতে অন্তর্ভুক্ত করা, এন্ট্রিকৃত ডাটা এডিট করার প্রক্রিয়া, ডাটার সঠিকতা যাচাই, অনুমোদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পূর্ণাংগ ধারণা প্রদান করেন।
উদ্ভাবক দেশের শিল্পায়নে গতি সঞ্চারে এ ধরনের তথ্য প্রযুক্তি সহায়ক শিল্পের অনলাইন ডাটাবেজ এর প্রয়োজনীয়তার বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যও রাখেন।
আরএক্স/