দেড় মাস আগেই জামিনে বেরিয়েছেন মামুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২২


দেড় মাস আগেই জামিনে বেরিয়েছেন মামুন
ফাইল ছবি

জামিনে বেরিয়েছেন নাটোরের গুরুদাসপুরের এম হক কলেজের সহকারী অধ্যাপক মৃত খায়রুন নাহারের (৪০) স্বামী মামুন হোসেন (২২)। অসম প্রেম ও বিয়ের পর দেশজুড়ে আলোচনায় এসেছিল এই দম্পতি। 


গত (৮ সেপ্টেম্বর) মামুনকে নাটোর আমলী আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলজার রহমান অস্থায়ী জামিনের আদেশ দেন। এরপর গত ২৩ সেপ্টেম্বর মামুনের জামিনের মেয়াদ বর্ধিত করেন আদালত। পরবর্তী আগামী ২৫ অক্টোবর মামলার তারিখ ধার্য করেছেন আদালত।


আসামিপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার স্বপন জানান, মামুন হোসেনকে আটকের ২৬ দিন পর গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নাটোর আমলী আদালতে হাজির করা হয়। এরপর তার জামিনের আবেদন করলে বিচারক অস্থায়ী জামিনের আদেশ দেন। 


বহুল আলোচিত এই ঘটনায় কলেজশিক্ষক খায়রুন নাহারের স্বামী মামুন হোসেনের জামিনের বিষয়টি কারও নজরে আসেনি। এমনকি গণমাধ্যমেও এই নিয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তাই এ বিষয়ে যেন কোনো ধোঁয়াশা সৃষ্টি না হয় সেই দাবি জানিয়েছেন কলেজশিক্ষকের স্বজনরা।

জেবি/ আরএইচ/