বিএডিসি’র ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার (১৬ অক্টোবর) ঢাকার দিলকুশায় অবস্থিত বিএডিসি’র সদর দপ্তর কৃষি ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) জনাব এ এফ এম হায়াতুল্লাহ। অনুষ্ঠানে বিএডিসি’র সদস্য পরিচালকবৃন্দ, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিএডিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান আলোচকের বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) জনাব এ এফ এম হায়াতুল্লাহ বলেন, (১৬ অক্টোবর) কৃষির জন্য একটি স্মরণীয় দিন। ১৯৬১ সালের এ দিনে বিএডিসি প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশের টেকসই কৃষির উন্নয়নে বিএডিসি’র ভূমিকা অপরিসীম ও তাৎপর্যপূর্ণ। কৃষির আরেক নামই যেন বিএডিসি।
বর্তমান কৃষিবান্ধব সরকারের পৃষ্ঠপোষকতায় কৃষির অত্যাবশ্যকীয় উপকরণ মানসম্পন্ন বীজ, নন ইউরিয়া সার ও দক্ষ সেচ ব্যবস্থাপনা কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে বিএডিসি সুচারুরূপে কাজ করে যাচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষিকে লাভজনক করার ক্ষেত্রে বিএডিসি’র বিকল্প নাই। তিনি বিএডিসি’র কার্যক্রম দক্ষতার সাথে বাস্তবায়নে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিএডিসি’র চেয়ারম্যান সংস্থার ঐতিহ্য ও সুনাম ধরে রাখার ক্ষেত্রে আরো নিষ্ঠা ও সততার সঙ্গে সকলকে দায়িত্ব পালন করার উদাত্ত আহবান জানান। বিএডিসি’র পেনশন, পুনর্গঠন ও অন্যান্য দাবি পূরণে সংস্থার চেয়ারম্যান সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
কার্যক্রমের সফলতার ধারাবাহিকতায় দেশের কৃষি উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য এবং বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সংস্থাটি কৃষিক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৭” স্বর্ণপদকসহ অন্যান্য পুরুষ্কার অর্জন করেছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি ৯৯.১৮ শতাংশ

জুলাই গণ-অভ্যুত্থান: দেশজুড়ে ২০ জুলাই চলচ্চিত্র প্রদর্শন

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
