ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩০ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহ।
আজ রবিবার (১৬ অক্টোবর) বিকাল পৌনে ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশে ২ দিনের সফররত সুলতান বলকিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনা করেন। এরপর পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সুলতান বলকিয়াহ।
দ্বিপাক্ষিক বৈঠকের পর করবী হলে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও বৈঠক করেছেন সুলতান হাসানাল বলকিয়াহ। তিনি দুই মুসলিম দেশের বৃহত্তর সুবিধার্থে বাংলাদেশ থেকে আরও অধিক হারে জনবল নিয়োগের জন্য ব্রুনাইয়ের সুলতানের প্রতি অনুরোধ জানান। রাষ্ট্রপতি ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করারও আহ্বান জানান।
জেবি/ আরএইচ/