বাংলাদেশ-ব্রুনাইয়ের ৩ সমঝোতা স্মারক ও এক চুক্তি সই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫১ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২২


বাংলাদেশ-ব্রুনাইয়ের ৩ সমঝোতা স্মারক ও এক চুক্তি সই
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) ও একটি চুক্তি সই হয়েছে।


আজ রবিবার বিকেল প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) ৩টা ৫০ মিনিটে আলোচনা শুরু হয়ে চলে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের এবং অপরদিকে ব্রুনাইয়ের পক্ষে সুলতান হাজী হাসানাল বলকিয়াহ নেতৃত্ব দেন।


দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আলোচনার পর তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) ও একটি চুক্তি সই হয়।


এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুলতান পৌঁছালে টাইগার গেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।


আলোচনার পর বাংলাদেশ ও ব্রুনাই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর চুক্তিসহ তিনটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে। অন্য দুটি সহযোগিতার নথি বাংলাদেশি কর্মী নিয়োগ ও দুই দেশের নাবিকদের শংসাপত্রের স্বীকৃতি সংক্রান্ত।


প্রায় ১৫ হাজার বাংলাদেশি এখন তেল সমৃদ্ধ দেশ ব্রুনাইয়ে কাজ করছে।


এর আগে শনিবার বিকালে বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় সফরে একটি বিশেষ ফ্লাইটে ব্রুনাইয়ের সুলতান ঢাকায় আসেন।

জেবি/ আরএইচ/