‘কখনো নীতি নৈতিকতার সঙ্গে কম্প্রোমাইজ করিনি’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২২

জীবনে নীতি নৈতিকতার সঙ্গে কখনো কম্প্রোমাইজ করিনি বলে মন্তব্য করেছেন, অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।
আজ সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তার বিরুদ্ধে ওঠা সরকার বিরোধীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেন তিনি। এরকম অবস্থার জন্য কখনো প্রস্তুত ছিলাম না বলেও জানান তিনি।
আবেগাপ্লুত হয়ে বিদায়ী সচিব বলেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তারেক রহমানকে আমি সরাসরি কখনো দেখিওনি।
বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বিষয় যদি আপনাদের নলেজে আসে তাহলে পত্রিকায় প্রকাশ করবেন এবং খুঁজে বের করে প্রশ্ন করবেন।
আবেগাপ্লুত হয়ে বিদায়ী সচিব বলেন, এরকম অবস্থার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।
এদিকে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে রোববার (১৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।
২০২৩ সালের ২৫ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল মো. মকবুল হোসেনের।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি ৯৯.১৮ শতাংশ

জুলাই গণ-অভ্যুত্থান: দেশজুড়ে ২০ জুলাই চলচ্চিত্র প্রদর্শন

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
