শিশু রাসেলকে নির্মমভাবে থামিয়ে দেওয়া হয়েছিল: তাপস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০২ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট কালোরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের নিষ্পাপ হাসি নির্মমভাবে থামিয়ে দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ওই রাতে বর্বরোচিতভাবে, মানবাধিকার লঙ্ঘন করে ছোট্ট শিশু রাসেলকে হত্যা করা হয়। হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ তাদের পরিবারের সবাইকে। একটি নিষ্পাপ, নিরীহ ছোট্ট শিশুর হাসি সেদিন জঘন্য, নির্মম ও নিষ্ঠুরভাবে থামিয়ে দেওয়া হয়েছিল।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তাপস এসব কথা বলেন।
শিশু রাসেলের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কাজ শেষ করার দাবি জানিয়ে মেয়র বলেন, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। এর সুষ্ঠু বিচার বাকি রয়েছে। এখনও খুনিরা বিদেশে পলাতক আছে। তাদের ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করছি। তার জন্য প্রাণভরে দোয়া করছি।
এদিকে, ‘শেখ রাসেল দিবস-২০২২’ উপলক্ষে মেয়র হানিফ জামে মসজিদ, গোলাপ শাহ জামে মসজিদসহ কর্পোরেশন পরিচালিত অন্যান্য মসজিদে আজ বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলেও জানান ডিএসসিসি মেয়র।
এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/