ডিআরইউতে নারীর প্রতি সহিংসতা রোধবিষয়ক কর্মশালা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২২ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২


ডিআরইউতে নারীর প্রতি সহিংসতা রোধবিষয়ক কর্মশালা
ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবন্ধী নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা রোধ বিষয়ক কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।


আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) নসরুল হামিদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ডিআরইউ, অ্যারো ও সিএনএসের যৌথ উদ্যোগে এ কর্মশালা করা হয়।


কর্মশালায় সভাপতিত্ব করেন ডিআরইউ সহ-সভাপতি মাহমুদুল হাসান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।


কর্মশালায় প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি ও ইউএন উইমেন বাংলাদেশ প্রকল্প সমন্বয় বিশেষজ্ঞ তুশিবা কাশেম মূল বিষয়ের ওপরে আলোচনা করেন এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া বক্তৃতা করেন ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, মো. আল-আমিন, এসকে রেজা পারভেজ ও মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) প্রমুখ।

জেবি/ আরএইচ/