শেখ রাসেলের জন্মদিন পালন করল বিআইডব্লিউটিএ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৮ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর মতিঝিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ সময় রাসেলের আত্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
পরে লাইব্রেরী ও সৃষ্ট মুজিব কর্নার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ঢাকা নদী বন্দরে শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়।
জেবি/ আরএইচ/