ই-ভিসা ও ই-টিএ বাস্তবায়নে সমঝোতা স্মারক সই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ সরকার এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগ এবং পর্যটন খাতে অনেক সুযোগ সৃষ্টি করবে।
গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং ইউএই সরকারের মধ্যে বাংলাদেশে ই- ভিসা ও ই-টিএ বাস্তবায়নের লক্ষ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুই দেশের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং ঢাকাস্থ ইউএই’র রাষ্ট্রদূত আব্দুল্লা আল মৌদি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের এই এমওইউ স্বাক্ষরের মাধ্যমে জিটুজি ভিত্তিতে বাংলাদেশ ই-ভিসা বাস্তবায়নে পদক্ষেপ নিলো। বাংলাদেশে ই-ভিসা সিস্টেমের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বাংলাদেশ ও ইউএই’র জন্য চিহ্নিত হয়ে থাকবে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রেও এটি একটি বড় অর্জন।
আমিরাত সরকারকে ধন্যবাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ ও আরব আমিরাতের অনেক বিষয়ে মিল রয়েছে এবং উভয় দেশই ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসির সদস্য। আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা দুই দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন।
জেবি/ আরএইচ/