বাড়িতেই আছেন মরিয়ম মান্নানের মা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২

আলোচিত সেই রহিমা বেগম নিখোঁজ হননি বলে জানিয়েছেন তার মেয়ে আদুরি খাতুন। তার মা রহিমা বেগম বাড়িতেই রয়েছেন বলে জানান তিনি। আদুরি মোবাইল ফোনে গণমাধ্যমে জানান, কে বলেছে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মা, আমার জিম্মায় রয়েছেন, আমরা যে বাসায় থাকি সেই বাসাতেই আছে। সে তো মানুষ, সে কি ঘোরাফেরা করতে পারে না? মা খুলনায়ই আছে।
এর আগে সোমবার রহিমা খাতুনের মেয়ে মরিয়ম মান্নান জানান, রহিমা বেগম খুলনায় তার মেয়ে আদুরিসহ আরেক বোনকে নিয়ে থাকতেন। সেখান থেকে দুদিন আগে চলে গেছেন তিনি। বোন আদুরি ফোনে তাকে বিষয়টি জানিয়েছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

খুলনার রায়েরমহল টু কৈয়া সড়ক সংস্কারের ২ মাস না যেতেই অসংখ্য খানাখন্দ

মহেশপুরে বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ রোপণের উদ্যোগ

কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার: বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ঝিনাইদহে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা
