প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুল শাহানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিব হয়েছেন গুল শাহানা। আজ বুধবার (১৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
ইতিপূর্বে বাংলাদেশ বেতার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, সহকারী পরিচালক(অনুষ্ঠান), প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং-এ সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন গুল শাহানা।
গুলশাহানা (ঊর্মি) ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ করেছেন। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোঘলদিঘা ইউনিয়নের চর পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন । বীর মুক্তিযোদ্ধা মো. গাজীয়ার রহমানের সন্তান তিনি । তার পিতা নিজেও বিসিএস (এডমিন) হিসেবে ১৯৭২ সাল থেকে দেশসেবায় নিযুক্ত ছিলেন।
মুক্তিযোদ্ধা বাবার আদর্শ ও চেতনাকে নিজের মধ্যে ধারণ করে গুলশাহানা ঊর্মি নিজেও সবসময়ই দেশপ্রেমে সম্মুজ্জ্বল। তার স্বামী এন আই আহমেদ সৈকত ব্যবসায়ীর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে উপ আইসিটি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
গুল শাহানা ঊর্মি ও এন আই আহমেদ সৈকত দম্পতির দুই সন্তান- শায়ান ও সৈমী। বর্তমানে তাদের সংসারে ১ ছেলে সন্তান রয়েছে। গুল শাহানা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । ২০০২ সালে থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের রোকেয়া হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১/১১-এর সময় শেখ হাসিনার মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেন তিনি ।
এ বিষয়ে কথা হলে প্রধানমন্ত্রী কার্যালয়ের নবাগত প্রেস সচিব গুল শাহানা জনবাণী’কে জানান, দোয়া চাই সবার যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
জেবি/ আরএইচ/