রোহিঙ্গা ক্যাম্পে পিতার পর ছেলেকে খুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৬ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২২


রোহিঙ্গা ক্যাম্পে পিতার পর ছেলেকে খুন
ছবি: ইন্টারনেট

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে  সৈয়দ হোসেন (২৩) নামের এক রোহিঙ্গাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে।


মঙ্গলবার রাত ৮ টার দিকে উখিয়ার ক্যাম্প ১৯ এ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন,৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ।


নিহত সৈয়দ হোসেন (২৩) ক্যাম্প-১৯ এর  ব্লক-এ/১০ এর মৃত জমিল হোসেন ছেলে।


সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ জানান,ক্যাম্প-১৯ এলাকার ব্লক-এ/১০ এর একটি দোকানের সামনে ০৫/০৬ জনের একটি দুষ্কৃতিকারী দল সৈয়দ হোসেন (২৩) এর উপর  আকষ্মিকভাবে হামলা করে । দুস্কৃতিকারীরা সৈয়দ হোসেনকে গলায় দাড়ালো ছুরি দিয়ে কেটে এবং গুলি করে মারাত্মক জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সৈয়দ হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরন করেন।


তিনি জানান, কতিপয় দুষ্কৃতিকারী ইতোপূর্বে তার বাবা জমিল হোসেনকে খুন করে। উক্ত খুনের মামলার আসামীদেরকে গ্রেফতারের জন্য সে তৎপর ছিল। উক্ত আক্রোশে দুস্কৃতিকারীরা তাকে খুন করছে বলে প্রাথমিকভাবে জানা যায়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। পুলিশ টহল জোরদারসহ খুনের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


উল্লেখ্য গত ১৫ অক্টোবর ২ রোহিঙ্গা নেতা সহ গত ৩ মাসে ১০ রোহিঙ্গা খুন হয়েছে।


এইচআর/