ঘুষ নিতে গিয়ে কর্মী সহ দালাল গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৮ এএম, ২০শে অক্টোবর ২০২২

একের পর এক পরিবহন কার্যালয়ে ভিজিল্যান্সের অভিযান। আসমরাজ্যের কোকড়াঝাড়ের ডিটিও সোমেশ্বর ব্রক্ষ মুসাহারির গ্রেফতারের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে পরিবহন দফতরের অন্দরে। এবার ডিব্রুগড় পরিবহন আধিকারিক কার্যালয়ে দুর্নীতি নিবারণ শাখা ও ভিজিল্যান্সের অভিযান।