আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি কর্মী
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’ লটারিতে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার জিতেছেন সবুজ মিয়া নামে এক বাংলাদেশি প্রবাসী। তিনি জিতেছেন দুই কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা।
রবিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত বিগ টিকিট সিরিজ ২৭৭-এর ড্রয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে ১৯৪৫৬০ নম্বর টিকিটের মালিক হিসেবে প্রথম পুরস্কার জিতে নেন সবুজ মিয়া।
তবে এবার শুধু সবুজ মিয়াই নয়, আরেক বাংলাদেশি প্রবাসী পারভেজ হোসেন আনোয়ার জিতেছেন একটি রেঞ্জ রোভার ভেলার ব্র্যান্ড নিউ গাড়ি। আনোয়ার ২০০৯ সাল থেকে আমিরাতের শারজাহ শহরে বসবাস করছেন।
এই তথ্য নিশ্চিত করেছে দুবাইয়ের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস।
বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের র্যাফেলে সান্ত্বনা পুরস্কার হিসেবে অনেক প্রতিযোগী পেয়েছেন ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত অর্থ।
এর আগে গত জুলাই মাসেও এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল ‘বিগ টিকিট’-এ আড়াই কোটি দিরহাম জিতেছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, আগস্টে গ্র্যান্ড প্রমোশনের আওতায় ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লাইভ ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ১৫ কোটি দিরহাম।
১ থেকে ২৫ আগস্টের মধ্যে একবারে দুই বা ততোধিক টিকিট কিনলেই ড্রয়ে নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। লাইভ ড্রয়ে অংশগ্রহণকারীদের মধ্য থেকে চারজন পাবেন নগদ ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত অর্থ পুরস্কার।
আগস্ট প্রমোশনে রয়েছে বিলাসবহুল BMW M440i গাড়ি জেতার সুযোগ। আগামী ৩ অক্টোবর আরও একজন বিজয়ী পাবেন একটি রেঞ্জ রোভার ভেলার।
‘বিগ টিকিট’ মূলত আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯৯২ সালে চালু হওয়া একটি লটারি প্ল্যাটফর্ম। এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং সবচেয়ে পুরনো লটারি হিসেবে পরিচিত। এখানে প্রতি মাসে নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ থাকে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

ট্যুরিজম রিপোর্টিং অ্যাওয়ার্ডে সম্মানিত সাংবাদিক আকতার ফারুক শাহিন

কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু
