ট্যুরিজম রিপোর্টিং অ্যাওয়ার্ডে সম্মানিত সাংবাদিক আকতার ফারুক শাহিন


Janobani

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


ট্যুরিজম রিপোর্টিং অ্যাওয়ার্ডে সম্মানিত সাংবাদিক আকতার ফারুক শাহিন
ফাইল ছবি।

দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট, জ্যেষ্ঠ সাংবাদিক আকতার ফারুক শাহিন ট্যুরিজম রিপোর্টিং-এ বিশেষ অবদান রাখায় ‘ট্যুরিজম রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন।


রবিবার (২০ জুলাই) বিকেলে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ এই পুরস্কার প্রদান করে। অনুষ্ঠানের শুরুতে ‘পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা’ শীর্ষক একটি আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।


আকতার ফারুক শাহিনের হাতে পদক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।


অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা এবং বিশিষ্ট আলোকচিত্রী নুরুদ্দিন আহম্মেদকে আজীবন সম্মাননাও প্রদান করা হয়। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সালাম মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক জামিউর রহমান লেমন।


জানা যায়, আকতার ফারুক শাহিন দীর্ঘ ৩৭ বছর ধরে দেশের দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিয়মিত রিপোর্টিং করে আসছেন। এর আগেও সাংবাদিকতায় তিনি ইউনেস্কো মিডিয়া ফেলোশিপ, বিএমএসএফ’র বর্ষসেরা সংবাদকর্মী এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি পদকসহ একাধিক সম্মাননা পেয়েছেন।


এই সম্মাননার মাধ্যমে দক্ষিণাঞ্চলের পর্যটন উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হলো বলে আয়োজকরা মন্তব্য করেছেন।


আরএক্স/