কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৪:০০ পিএম, ৯ই জুন ২০২৫


কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু
ফাইল ছবি।

কানাডার অন্টারিও প্রদেশে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। প্রদেশটির একটি হ্রদে নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়।


স্থানীয় সময় রবিবার (৮ জুন) অন্টারিও প্রদেশের লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ঘুরতে গিয়ে প্রাণ হারান তারা।


পরিবার সূত্রে জানা গেছে, কাওয়ার্থা লেকে পারিবারিক এক ভ্রমণের সময় আবদুল্লাহ হিল রাকিব ও গুড্ডু বোট নিয়ে লেকে ঘুরতে বের হন। এসময় তাদের স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেছে।


আরএক্স/