মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:৪১ পিএম, ২রা আগস্ট ২০২৫

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্টানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।
কুয়ান্টানের ভারপ্রাপ্ত ওসিপিডি (জেলা পুলিশ প্রধান) সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ সাংবাদিকদের জানান, নিহতরা হলেন—চালক মো. সাব্বের হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ জানায়, পাঁচজন আরোহী একটি টয়োটা আভাঞ্জা গাড়িতে করে কুয়ান্টান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং দুজন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন মো. হাবিব বিসাস (৪৫) এবং মণিরাম চন্দ্র বাস (৪০)। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (ঐঞঅঅ) ভর্তি করা হয়েছে।
মোহাম্মদ আদলি আরও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গাড়িচালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এমনকি গাড়িটির রোড ট্যাক্স ২০২৫ সালের মে মাসে শেষ হয়ে গেছে।
দুর্ঘটনা তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ট্যুরিজম রিপোর্টিং অ্যাওয়ার্ডে সম্মানিত সাংবাদিক আকতার ফারুক শাহিন

কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু

নিউইয়র্কে ‘কমিউনিটি জার্নালিজম অ্যাওয়ার্ড’ স্বীকৃতি পেলেন সাংবাদিক মো. কামরুজ্জামান

মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইমন
