টাইকান্ডু চ্যাম্পিয়নশিপে আসামের হয়ে ১৫টি পদক অর্জন

ওপেন ন্যাশনাল টাইকান্ডু চ্যাম্পিয়নশিপে আসামের পক্ষে অংশগ্রহন করে ১৫টি পদক লাভ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টাইকান্ডুর বনতারাপুর ইউনিট।
বিজ্ঞাপন
ওপেন ন্যাশনাল টাইকান্ডু চ্যাম্পিয়নশিপে আসামের পক্ষে অংশগ্রহন করে ১৫টি পদক লাভ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টাইকান্ডুর বনতারাপুর ইউনিট।
গত ১৫ই অক্টোবর ও ১৬ ই অক্টোবর পশ্চিমবঙ্গের হাসানসোলে অনুষ্ঠিত ওপেন ন্যাশনাল টাইকান্ডু চ্যাম্পিয়নশিপে ন্যাশনাল ইনস্টিটিউট অব টাইকান্ডু আসামের রাজ্যের পক্ষ থেকে কাছাড় জেলার বনতারাপুর ইউনিটের প্রশিক্ষক গোবিন্দ দেবের নেতৃত্বে বনতারাপুরের খেলোয়াড়রা অংশগ্রহন করেন। এতে প্রতিযোগিতার বিভিন্নস্তরে অংশ নিয়ে ৪টি স্বর্ণ পদক ৬টি রৌপ্য পদক ও ৫টি বোঞ্জ পদক লাভ করেন বনতারাপুরের প্রতিযোগীরা। স্বর্ণপদক প্রাপকরা হলেন আনিশা সিংহ, ওয়াই মেঞ্জর সিংহ, পিএইচ নিহার সিংহ ও যাইবার সিংহ। রৌপ্য পদক প্রাপকরা হলেন, পরিতন্বী সিংহ, রিথি সিংহ,মণিচন্দ্র সিংহ, মেঞ্জর সিংহ, জীবন সিংহ ও সৌরভ সিংহ। প্রতিযোগিতায় ভারতের দশটি রাজ্য প্রতিযোগী অংশগ্রহন করেছিলেন।
বিজ্ঞাপন
এইচআর/








