মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ধান ব্যাবসায়ীর মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২২


মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ধান ব্যাবসায়ীর মৃত্যু
ছবি: জনবাণী

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মামাতো ও ফুফাত ভাই( কামাল ও সজিব) ধান ব্যাবসায়ী দুজন নিহত হয়েছেন।


দুপুরে উপজেলার বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দৈনিক জনবাণী কে এতথ্য নিশ্চিত করেছেন। 


নিহতরা হলেন ঢাকা কেরানীগুঞ্জ লাল মিয়ার ছেলে কামাল (৩০) একই এলাকার নাছির সর্দারের ছেলে সজিব (২৮) তারা ধান ব্যাবসায়ী ছিলেন, মীরপুর ফাঁরী থানার ওসি নজরুল ইসলাম বলেন,ওরা ৬ জনে তিনটি মটর বাইক নিয়ে  নরসিংদী থেকে কক্সবাজারের উদ্দেশ্য যাচ্ছিল, তাদের সাথে থাকা দুটি মটর সাইকেল তাদেরকে ছেরে অনেক দুরে চলে যায়,তাদের সাথে মোবাইল না থাকায় ঐ বাইকটি পাওয়ার উদ্দেশ্য এ বাইকটি দ্রুতগতিতে যাওয়ার সময় মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মেহগনি গাছে ধাক্কা দেয়। 


এতে ঘটনাস্থলেই  মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই  মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের কে ফাঁরিতে নিয়ে আসা হয়।  মরদেহ দুটি স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।


আরএক্স/