নিজেকে ‘রাষ্ট্রপতি প্রার্থী’ ঘোষনা করে ভাইরাল হওয়া জগদীশ গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৫ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২২

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরাজিত হওয়ার পর ‘রাষ্ট্রপতি প্রার্থী’ হওয়ার ঘোষণা দেয়া জগদীশ বড়ুয়া পার্থকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ অক্টোবর) কক্সবাজার শহরের বাহারছড়ার একটি ভাড়াবাসা থেকে আদালতের ওয়ারেন্টমুলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন।
জগদীশ বড়ুয়া পার্থ (৪২), কক্সবাজার শহরের পূর্ব বড়ুয়া পাড়ার মৃত কালী চরণ বড়ুয়ার পুত্র। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, একটি মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজকে কথিত মঙ্গল পার্টির চেয়ারম্যান দাবি করা এ জগদীশ বড়ুয়া পার্থ কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একে একে ভিডিও বার্তা প্রচার করেন তিনি। এসময় ভোটার ইউনিয়ন পরিষদ সদস্যদের গালিগালাজ, তারেক জিয়ার ভক্ত সহ নানা কথা বলে আলোচনায় আসেন তিনি। নির্বাচনে মোট ৯ টি ভোট পেয়ে পরাজিত হলেও পরের দিন আরেক ভিডিও বার্তায় নিজকে আগামী বারের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা দেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাটিরাঙ্গায় বাস মোটরসাইকেল মূখোমূখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

ঐকমত্যে পৌঁছলে ৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র: উপদেষ্টা আসিফ

কুলাউড়ায় ওয়ার্ড কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে বিএনপির মানববন্ধন
