গণসমাবেশের প্রাথমিক কর্মসূচি শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২২


গণসমাবেশের প্রাথমিক কর্মসূচি শুরু
ছবি: সংগৃহীত

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের প্রাথমিক কর্মসূচি।


আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর সোনালী ব্যাংক চত্বরে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।


প্রাাথমিক কর্মসূচির আয়োজনে বক্তব্য দিতে শুরু করেছেন স্থানীয় নেতারা। দুপুর ২টায় শুরু হবে মূল আয়োজন। তখন বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতারা।


এর আগে রাত থেকে সমাবেশস্থল ঘিরে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। কর্মসূচির দিন সকালেও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা গেছে। তাদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।


খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, ‘রাত থেকে দলে দলে নেতা-কর্মীরা এসে সমাবেশ হাজির হচ্ছেন। এখানে লক্ষাধিক নেতা-কর্মীর আসবেন।


‘জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমরা আজকের সমাবেশের প্রাথমিক কর্মসূচি শুরু করেছি। এর পর পরই স্থানীয় নেতার বক্তব্য শুরু করবেন। দুপুর দুইটার দিকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।’


বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মোতায়েন হয়েছে অতিরিক্ত সদস্য। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভুঁইয়া বলেন, ‘সমাবেশে জন্য বিএনপিকে পর্যাপ্ত নিরাপত্তা আমাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে।’

জেবি/ আরএইচ/