পরীক্ষার প্রশ্নফাঁস
ছয় দিনের রিমান্ডে বিমানের ৫ কর্মকর্তা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৬ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতার পাঁচ জনকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার (২২ অক্টোবর) আদালতে হাজির করা হয় তাদের।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ, ও মাহফুজুল আলম।
প্রসঙ্গত, শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ও ড. ইউনূস ‘জাতীয় সংস্কারক ঘোষণা করতে হাইকোর্টের রুল

সোহাগ হত্যা : আসামিপক্ষে মামলা পরিচালনা না করার আহ্বান

সোহাগ হত্যায় আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে
