শঙ্কা মুক্ত উপকূল, স্বাভাবিক হচ্ছে সব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে উপকূল এলাকাবাসীর । জান-মালের ক্ষয়ক্ষতির শঙ্কায় বহু মানুষ নির্ঘুম রাত কাটিয়েছেন। তবে খুব বেশি আঘাত না হেনেই উপকূল গুলো অতিক্রম করে ঝড়টি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে জেলার প্রায় সব এলাকার আবহাওয়া রোদ্রউজ্জল হতে শুরু করে। স্বাভাবিক হয় যান চলাচল। তবে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভারী বর্ষণ ও ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়িও।
টানা বৃষ্টি বন্ধ হওয়ার কারণে খেটে খাওয়া ঘরবন্দী মানুষ কাজে বের হতে পারছে । ব্যবসা-বাণিজ্যে, দোকান খোলা হচ্ছে। কাজে যেতে পেরে শ্রমিকরা খুশি।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড়প্রবণ এলাকা। বঙ্গোপসাগরে প্রতিবছর সাত–আটবার নিম্নচাপ তৈরি হয়। এর মধ্যে কোনোটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এই ঘূর্ণিঝড় বেশির ভাগ ক্ষেত্রে ভারতের ওডিশা ও অন্ধ্র উপকূল এবং বাংলাদেশে আঘাত হানে।
আবহাওয়ার চক্রে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা কোনো কোনো দশকে হঠাৎ করে বেড়ে যেতে পারে। ১০ বছর ধরে বাংলাদেশে প্রায় প্রতিবছর একটি করে ঘূর্ণিঝড় আঘাত করছে। এর আগে আশি ও নব্বইয়ের দশকে দেখা গেছে, প্রতি তিন–চার বছরে একটি করে ঘূর্ণিঝড় আঘাত হানত।
আরএক্স/