ল্যাব-ক্লাসরুমের সংকটে হাবিপ্রবির যন্ত্রপ্রকৌশল বিভাগের কর্মসূচি
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২
ল্যাবরুম এবং ক্লাসরুম সুবিধা না থাকার অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অবস্থান কর্মসূচি পালন করে হাবিপ্রবির যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (২৪ অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-০২ ভবনে তালা মেরে এ অবস্থান কর্মসূচি পালন করে যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা।
এসময় প্ল্যাকার্ড হাতে ক্লাসরুম না থাকা, নূন্যতম ল্যাব সুবিধা না থাকা নিয়ে বক্তব্য দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, প্রকৌশল বিভাগের শিক্ষার্থী হয়েও নূন্যতম ল্যাব সুবিধা না পেয়ে সেমিস্টারের পর সেমিস্টার পার করে দিতে হচ্ছে। নিজেদের নেই কোনো ক্লাসরুম। বাধ্য হয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করতে হচ্ছে।
বিকেল চারটায় পরে প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ এর আশ্বাসে একাডেমিক ভবনের তালা খুলে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, খুব শীঘ্রই তোমাদের সমস্যার সমাধান করা হবে। নতুন একাডেমিক ভবনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রায়োরিটি পাবে। তাছাড়া আপাতত চলমান ল্যাব কোর্সটি অন্য কোথাও করানো যায় কিনা এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাবস্থা করার চেষ্টা করবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে যন্ত্রপ্রকৌশল বিভাগ প্রতিষ্ঠার সাত বছর পেরোলেও নূন্যতম ল্যাব সুবিধা পাচ্ছে না বিভাগটির শিক্ষার্থীরা। এনিয়ে এর আগেও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
আরএক্স/