ডাকসু নির্বাচন
বুলিংয়ের শিকার হচ্ছেন শিবির সমর্থিত নারী প্রার্থীরা: সিবগাতুল্লাহ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৯ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নারী প্রার্থীদের লক্ষ্য করে ট্যাগিং ও বুলিংয়ের মাধ্যমে মানসিক চাপে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট করলেন সাবেক ছাত্রলীগ নেতা
ছাত্রদলের আপত্তিকর স্লোগানের প্রতিবাদে মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে শেষ হয়।
সমাপনী বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, “যে দলেরই হোক, কোনো নারীকে ট্যাগিং ও বুলিং করার অধিকার কারও নেই।” তিনি আরও অভিযোগ করেন, আদালতকে প্রভাবিত করতে হাইকোর্টের সামনে ছাত্রদল কর্মসূচি পালন করেছে।
আরও পড়ুন: ১৯৭৩ সালের মতো এবারও ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে: কাদের
তিনি দাবি করেন, আসন্ন ডাকসু নির্বাচন বানচালে কিছু শিক্ষক সক্রিয়ভাবে চেষ্টা করছেন। এ বিষয়ে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এএস