১৯৭৩ সালের মতো এবারও ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপিপ্রার্থী আবদুল কাদের।
বুধবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৯৭৩ সালের মতো এবারও ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে। তবে আদালতের রায়ে নির্বাচন বহাল থাকায় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এজন্য তিনি আদালতকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: টেবিল টেনিসে মেতে উঠল গাকৃবি
কাদের আরও অভিযোগ করেন, ভোটের আগে ও পরে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে—যার মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে।
এ সময় একই প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে ভোটকেন্দ্রগুলো হল থেকে দূরে রেখেছে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিতে না পারে। তিনি দ্রুত কেন্দ্র পুনর্বিন্যাসের দাবি জানান।
এএস