সিত্রাং এ কক্সবাজারে সাড়ে ৬ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


সিত্রাং এ কক্সবাজারে সাড়ে ৬ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
ছবি: জনবাণী

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে কক্সবাজার জেলার ৪৭ টি ইউনিয়নে সাড়ে ৬ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষয়ক্ষতির পুর্ণাঙ্গ বিবরণ তৈরী করতে কাজ করতে সংশ্লিষ্ট বিভাগ।


মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল জানিয়েছেন, প্রাথমিক তথ্য মতে সিত্রাং এর প্রভাবে কক্সবাজারের উপকূল এলাকায় ৬/৭ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। জেলার কুতুবদিয়া, মহেশখালীর ধলঘাটা সেন্টমার্টিন্স দ্বীপ, সদর উপজেলার কুতুবদিয়া পাড়ায় জোয়ারের পানি ঢুকেছে। জেলার ৪৭ টি ইউনিয়নের ৫ হাজার ঘরবাড়ি আংশিক এবং ১৪ শত ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ঘুর্ণিঝড় সিত্রাং এ জেলার ২ লাখ মানুষক্ষতিগ্রস্ত হয়েছে।


ক্ষয় ক্ষতি পূর্ণাঙ্গ বিবরণ তৈরী করতে পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে ক্ষতির একটি চিত্র পাওয়া যাবে বলে জানান তিনি। জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু হায়দার।


তিনি জানান, মাতারবাড়িতে ৫ শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বেশ কিছু বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। অভ্যন্তরে সড়ক-উপ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে বেশ কিছু এলাকায় এখনো পানিবন্ধি রয়েছে মানুষ।


এছাড়া টেকনাফের মেরিন ড্রাইভ এর ২ অংশে ভাঙ্গন, কুতুবদিয়া কিছু এলাকায় প্লাবিত হয়ে মানুষ পানিবন্ধি থাকার তথ্য পাওয়া যাচ্ছে।


আরএক্স/