ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে লোহালিয়া নদীতে ট্রলার ডুবি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৮ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে লোহালিয়া নদীতে ট্রলার ডুবি
ছবি: জনবাণী

দুমকির মুরাদিয়া আমির হোসেনের রাস্তার মাথা সংলগ্ন প্রতাপপুর খেয়াঘাটে ঘূর্ণিঝড়  সিত্রাং এর প্রভাবে ইট বোঝাই ট্রলার ডুবিতে  নিখোঁজ  শ্রমিক নুরুল ইসলাম(৪০)মরদেহ  উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামে।


সূত্র জানায়, রবিবার বিকেলে পটুয়াখালীর বাবু ব্রিকস থেকে ২হাজার ৫শ' ইট নিয়ে একটি ট্রলার দুমকির আমির হোসেনের রাস্তার মাথার উদ্দেশ্যে নিয়ে  যাচ্ছিল। ঘুর্নিঝড় চিত্রং এর জন্য ট্রলারটি প্রত্যাপপুর খেয়াঘাটে নোঙ্গর করে রাখা অবস্হায় সোমবার রাত ৯টার দিকে ট্রলারটি ঘূর্ণিঝড়ে ট্রলারটি ডুবে গেলে নুরুল ইসলাম নামে এক শ্রমীক নিখোঁজ হয়।  ওই ট্রলারে আব্দুল জলিল নামে আরো একজন শ্রমিক ছিল। ট্রলারটি ডুবে যাবার সময় আব্দুল জলিল সাতরে তীরে উঠতে সক্ষম হয়।


পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শ্রমিক নিখোঁজের  পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে এবং আজ সকাল পৌনে ১১ টার দিকে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরএক্স/