ময়মনসিংহে কৃষি মেলা উদ্বোধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৭ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


ময়মনসিংহে কৃষি মেলা উদ্বোধন
ছবি: জনবাণী

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। 


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার জুবায়রা বেগম সাথীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান (শাহীন)।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আঞ্চলিক কৃষি ও তথ্য যোগাযোগ বিশেষজ্ঞ এ,এস,এম ফারহানা হোসাইন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস ছালাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী প্রমুখ। 


এদিকে কৃষকদের পক্ষ থেকে মতপ্রকাশ করেন কৃষক মো. নুর হাবিব। বিভিন্ন কৃষি পণ্যের আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি নিয়ে এ মেলায় ১২ টি স্টল রয়েছে।

জেবি/ আরএইচ/