ঘূর্ণিঝড় সিত্রাং

নিখোঁজ ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


নিখোঁজ ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ড্রেজার ডুবে নিখোঁজ হওয়া আট শ্রমিকের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আজ বুধবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ড্রেজারের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করে। তবে কুলে না আসা পর্যন্ত এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।


এর আগে মঙ্গলবার রাতে স্থানীয়রা উদ্ধার করে এক শ্রমিকের মরদেহ। রাতে উদ্ধার হওয়া শ্রমিকের স্বজনরা চিহ্নিত করে জানায় তার নাম আল আমিন।


ফায়ার সার্ভিসের মিরসরাই স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, এই পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলো আল-আমিন, জাহেদুল, ইমাম ও মাহমুদুল। ড্রেজারটি উপুড় হয়ে থাকায় বাকিদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। উদ্ধার কাজে একটি টাগবোট কাজ করছে। টাগবোট দিয়ে ড্রেজারটি উল্টাতে পারলেই বাকিদের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে।


জেবি/ আরএইচ/