ঘুমন্ত অবস্থা থেকে তুলে নিয়ে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


ঘুমন্ত অবস্থা থেকে তুলে নিয়ে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

কক্সবাজার উখিয়ায় শরণার্থী ক্যাম্পে দুষ্কৃতিকারিরা 'ঘরে ঘুমন্ত অবস্থা' থেকে তুলে নিয়ে গুলি করে এক রোহিঙ্গা যুবককে খুন করেছে।


বুধবার (২৫ অক্টোবর) ভোর রাত সাড়ে ৩ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গণমাধ্যম কর্মকর্তা ও সহকারি পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।


নিহত মোহাম্মদ জসিম (২৫) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।


নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ফারুক বলেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মোহাম্মদ জসিম ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর রাতে ১৫/২০ জনের একদল দুষ্কৃতিকারি ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে তাকে তুলে আনে। 


" পরে ক্যাম্পটির একটি গলিতে এনে মোহাম্মদ জসিমের বুকে ৩ টি গুলি করে দুষ্কৃতিকারিরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। "


এপিবিএন এর সহকারি পুলিশ সুপার বলেন, " খবর পেয়ে এপিবিএন এর একটি ঘটনাস্থলে পৌঁছার আগেই দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। "


কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নন বলে জানান ফারুক আহমেদ।


তিনি জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরএক্স/