কবিরাজি করেও রক্ষা হলোনা তার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২
হেমায়েত উদ্দিন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কবিরাজের ছদ্মবেশে ধরে গত ১৭ বছর যাবৎ পালিয়ে ছিলেন। কালো জামা-কাপড়, মাথায় পাগড়ি পরলেও চেহারায় আসেনি কোনও পরিবর্তন।
এই লুকোচুরির একপর্যায়ে ধরা পড়েছেন র্যাবের জালে।
গতকাল বুধবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে হেমায়েতকে আটক করে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, হেমায়েত ২০০৫ সালে বাগেরহাটের চাঞ্চল্যকর মনু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী। তিনি কবিরাজের ছদ্মবেশে গত ১৭ বছর ধরে দেশে-বিদেশে পলাতক ছিলেন।
জেবি/ আরএইচ/