ডিজিএফআইয়ের ডিজি হলেন হামিদুল হক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২


ডিজিএফআইয়ের ডিজি হলেন হামিদুল হক
ফাইল ছবি

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল হামিদুল হক। 


গতকাল বুধবার রাতে আইএস‌পিআর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।


এদিকে, মেজর জেনারেল হামিদুল হক বর্তমানে সিলেটে অবস্থিত ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার ও সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্বরত ২০৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জেবি/ আরএইচ/