সাহেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সময় পিছিয়েছে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ ছয় জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামানের আদালত নতুন এদিন ধার্য করেন। সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর একই আদালতে দুদকের উপপরিচালক শেখ গোলাম মওলা সাক্ষ্য দেন। ওইদিন কারাগারে আটক আসামি সাহেদকে আদালতে হাজির করা হয়। এসময় জামিনে থাকা অপর আসামিরা আদালতে উপস্থিত হন।
অন্য আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।
জেবি/ আরএইচ/