তরুণী হেনস্থা
সেই শীলার মুক্তিতে বাধা নেই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩২ পিএম, ২৭শে অক্টোবর ২০২২

নরসিংদী রেলস্টেশনে আধুনিক পোশাক পরায় তরুণীকে হেনস্তার ঘটনার গ্রেফতার মার্জিয়া আক্তার ওরফে শিলাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ। জামিনাদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেওয়া হয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুকুল ও মোহাম্মদ আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
আইনজীবী জহুরুল ইসলাম মুকুল জানান, জামিন বহাল থাকায় মার্জিয়া আক্তার ওরফে শিলার জামিনে মুক্তিতে আর বাধা নেই।
জেবি/ আরএইচ/