আইনশৃঙ্খলা সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৮ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২২


আইনশৃঙ্খলা সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ
ফাইল ছবি

বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২–এ উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে সম্প্রতি একটি সূচক প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ। 


এতে বাংলাদেশের স্কোর আগের বছরের (২০২১) ৭৭ থেকে বেড়ে থেকে ৭৯ পয়েন্টে উন্নীত হয়েছে।


অবশ্য ২০২০ সালে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ৮১ পয়েন্ট। স্কোর যত বেশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি তত ভালো বলে বিবেচনা করা হয়।


আইনশৃঙ্খলা সূচকের অগ্রগতি বিগত বছর স্থবির ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই বছর সম্ভাব্য ১০০ পয়েন্টের মধ্যে বৈশ্বিক স্কোর দাঁড়িয়েছে ৮৩ পয়েন্টে। এই স্কোর আগের বছরের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি।


চারটি প্রশ্নের ওপর ভিত্তি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই স্কোর নির্ধারণ করা হয়। বাসিন্দারা নিজ এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন কি না, স্থানীয় পুলিশে আস্থা আছে কি না, চুরি, হামলা কিংবা ছিনতাইয়ের শিকার হয়েছেন কি না।


নিজ এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন কি না, এমন প্রশ্নে প্রতি ১০ জনের ৭ জনই (৭১ শতাংশ) বলেছেন, তারা নিরাপদ বোধ করেন। স্থানীয় পুলিশে আস্থা আছে বলে জানিয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ।

জেবি/ আরএইচ/