প্রেমে ব্যর্থ হয়ে বাংলাদেশি যুবকের আত্মহত্যা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৪:৫১ এএম, ৩১শে অক্টোবর ২০২২


প্রেমে ব্যর্থ হয়ে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
ফাইল ছবি

প্রেমে ব্যর্থ হয়ে দক্ষিণ আফ্রিকায় মো. জামাল উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 


আজ রোববার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় জোহানেসবার্গের নিজ বাসায় এ ঘটনা ঘটে।


নিহত মো. জামাল উদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের মো. বাকের হোসেনের ছেলে।


জানা যায়, জামাল উদ্দিন গ্রামের বাড়ির এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারকে জানালে পরিবার তা মেনে নেয়নি। ফলে অন্যদের অগোচরে জামাল নিজ কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, আমি বিষয়টি শুনেছি। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। 

জেবি/ আরএইচ/