মুহিবুল্লাহ হত্যা মামলার স্বাক্ষীকে হত্যার হুমকির অভিযোগ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:১৭ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২২


মুহিবুল্লাহ হত্যা মামলার স্বাক্ষীকে হত্যার হুমকির অভিযোগ
ফাইল ছবি

রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলাকালে আদালতে সাক্ষীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আসামির বিরুদ্ধে। 


আজ মঙ্গলবার (১ নভেম্বর) জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষ্যগ্রহণের সময় সাক্ষী নুরে আলমকে হত্যার হুমকি দেন খায়রুল আমিন নামের এক আসামি। এ সময় বিচারক ওই আসামিকে সতর্ক করেন।


এদিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম বলেন, আদালতে দুইজনের সাক্ষ্য শেষ হয়েছে। সাক্ষী নুরে আলম যখন সাক্ষ্য দিতে প্রস্তুতি নিচ্ছিলেন। তখন এক আসামি তাকে গলাকেটে হত্যা করার হুমকি দেন।


ওই আসামির নাম খায়রুল আমিন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এডভোকেট আবদুল মান্নান।


তিনি বলেন, সাক্ষ্যগ্রহণের সময়ে সাক্ষী নূরে আলম বিচারকের দৃষ্টি আকর্ষণ করে আসামির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ করেন। এ সময় বিচারক আসামি খায়রুল আলমের নিকট জানতে চাইলে আসামি হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করেন।

জেবি/ আরএইচ/