বিএনপির গণসমাবেশ

হঠাৎ বরিশালে লঞ্চ চলাচল বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৯ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২২


হঠাৎ বরিশালে লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ছবি

হঠাৎ কোনও ধরনের ঘোষণা ছাড়াই ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে স্পিডবোট।


আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বরিশাল নদীবন্দর থেকে ভোলার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ভোলা থেকেও কোনো লঞ্চ ছেড়ে আসেনি বলে জানা গেছে।


একইভাবে বরিশাল নৌবন্দরসংলগ্ন ডিসি ঘাট থেকেও ভোলাগামী কোনো স্পিডবোট চলছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন বরিশাল-ভোলা রুটে যাতায়াতাকারী নিয়মিত যাত্রীরা।


এদিকে লঞ্চ বন্ধের বিষয়ে মালিক ও শ্রমিকদের সংগঠনগুলো সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি। তবে বিএনপির দাবি, বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করেই নৌযানগুলো বন্ধ করা হয়েছে।


এদিকে ৪ থেকে ৫ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। নির্দিষ্ট ওই দুই দিন সব ধরনের তিন চাকার যানেরও ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজিচালক শ্রমিক ইউনিয়ন।

জেবি/ আরএইচ/