দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:৪৭ পিএম, ৬ই নভেম্বর ২০২২

অবনতি হচ্ছে রাজধানী ঢাকার বাতাসের মান। আজ রবিবার (৬ নভেম্বর) সকালেও এর ব্যতিক্রম ছিলও না। সকাল ৮টা ২৬ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৬ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে আছে।
ভারতের দিল্লি ও চীনের বেইজিং যথাক্রমে একিউআই ২২৬ ও ১৭০ স্কোর নিয়ে তালিকায় প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে।
একিউআই স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত “অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণে বিশ্বব্যাপী প্রতিবছর মূলত স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী বাধা পালমোনারি রোগ, ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসকষ্ট সংক্রমণের ফলে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
জেবি/ আরএইচ/