বনজ কুমারের মামলা

বাবুল-ইলিয়াসের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২৭ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২২


বাবুল-ইলিয়াসের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে
ছবি: সংগৃহীত

মিথ্যা-অসত্য তথ্য সরবরাহ এবং তা প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে বাবুল আক্তার ও ইলিয়াস হোসেনসহ চার জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছোনো হয়েছে।


জানা গেছে, আগামী ৮ ডিসেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত।


এদিকে আজ (৬ নভেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। 


কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ম্যাজিস্ট্রেট আশেক ইমাম নতুন এ তারিখ ধার্য করেন।


মামলার অন্য আসামিরা হলেন- বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া এবং ভাই হাবিবুর রহমান লাবু।


এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলাগুলো করেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে।

জেবি/ আরএইচ/