শেষবারের মতো পরশের মরদেহ ক্যাম্পাসে
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০২:০৪ এএম, ৯ই নভেম্বর ২০২২

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ তার ক্যাম্পাস বুয়েটে নেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তার লাশ ক্যাম্পাসে নেয়া হয়।
নিখোঁজ হওয়ার তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গতকাল সোমবার রাতে উদ্ধার করা হয় বুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশের মরদেহ। সিদ্ধিরগঞ্জ বনানী ঘাট এলাকা থেকে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে।
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সদর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরহাদ হোসেন জানিয়েছেন ফারদিনে মাথায় ও বুকে অসংখ্য আঘাতে চিহ্ন পাওয়া গেছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ছাত্রীদের যৌনকর্মী বলা সেই ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

ইসলামী ছাত্রশিবির নিয়ে উমামার ফেসবুক পোস্ট

বুলিংয়ের শিকার হচ্ছেন শিবির সমর্থিত নারী প্রার্থীরা: সিবগাতুল্লাহ

ডাকসু নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট করলেন সাবেক ছাত্রলীগ নেতা
