টিকা কার্যক্রমে বাংলাদেশ বিশ্বসেরা: মার্কিন রাষ্ট্রদূত
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০১:২১ এএম, ১০ই নভেম্বর ২০২২

বাংলাদেশ ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে, যা বিশ্বে সর্বোচ্চ। আগামী সেপ্টেম্বরে জাতিসঙ্ঘের আয়োজনে এই অর্জনের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদানে সাফল্যের প্রশংসা করেন তিনি।
আজ বুধবার (৯ নভেম্বর) নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে টিকাদানে আমেরিকা গর্বিত অংশীদার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এখানে এসে শিশুদের এভাবে আগ্রহের সাথে টিকা নিতে দেখে আমি খুব আনন্দিত। নারায়ণগঞ্জের শিশুরা বেশ সাহসী। তাদের কেউই টিকা নিতে ভয় পাচ্ছে না।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসন ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

১৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

সংস্কার ছাড়া নির্বাচন হলে বিতর্কের আশঙ্কা রয়েছে: বদিউল আলম

বিভিন্ন প্রকল্পে এক বছরে সাশ্রয় ৪৫ হাজার কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা

ওষুধ কোম্পানির দালালি করছেন ডাক্তাররা? প্রশ্ন তুললেন আইন উপদেষ্টা
