সারিয়াকান্দিতে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১২ এএম, ১০ই নভেম্বর ২০২২


সারিয়াকান্দিতে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ
ছবি: জনবাণী

বগুড়ার সারিয়াকান্দিতে ২০২২-২৩ অর্থবছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে । 


আজ বুধবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নারচী ইউনিয়নের নারচী গ্রামের উত্তর পাড়ার কৃষক আনোয়ার হোসেনকে ৩৮ লাখ টাকা মূল্যের কৃষি যন্ত্র কম্বাইন হারভেষ্টার মেশিন প্রদান করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান । 


বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম,উপজেলা কৃসি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম প্রমুখ।