কুমিল্লা মুরাদনগরের ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২২
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে এ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভুঞা জনী।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল লতিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মিয়া, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী ও উপজেলা প্রেসকাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
র্যালি শেষে ১৫ জন বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়। উক্ত ডিজিটাল মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ২০টি ষ্টল অংশ নেয়।
আরএক্স/