মাজারের মগডালে ঝুলন্ত লাশ উদ্ধার

গরম শাহ্ মাজারের বটগাছের মগডালে অজ্ঞাত ব্যক্তির লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রাত ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বট গাছের ডাল থেকে মরদেহ উদ্ধার করে
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গরম শাহ্ মাজারের একটি বটগাছ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
রাত ৯ টার দিকে উপজেলার সদর ইউপির দক্ষিণ বালিগাঁও এলাকার গরম শাহ্ মাজারের বটগাছের মগডালে অজ্ঞাত ব্যক্তির লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রাত ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বট গাছের ডাল থেকে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
মরদেহটি নিচে নামালে অজ্ঞাত ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে শনাক্ত করা হয় মৃত ব্যক্তির পরিচয়। নিহত ব্যক্তি সিলেটের বালাগঞ্জ উপজেলার দক্ষিণ রাইক ধারা গ্রামের মদরিছ মিয়ার ছেলে বাবুল মিয়া। আত্মহত্যাটি ঘিরে এলাকায় রহস্যময় পরিবেশের দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আরএক্স/








