বইমেলায় সোনার তৈরি কোরআন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:২৯ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২২


বইমেলায় সোনার তৈরি কোরআন
ছবি: খালিজ টাইমস

গত ২ নভেম্বর থেকে শুরু হওয়া আমিরাতের ‘শারজাহ আন্তর্জাতিক বইমেলা’র পর্দা নামবে আগামীকাল ১৩ নভেম্বর। মেলায় বিশ্বের ৯৫টি দেশের লেখক, বুদ্ধিজীবী, প্রকাশক, শিল্পী ও সৃজনশীল মানুষেরা অংশ নিয়েছেন।


মেলার অন্যতম আকর্ষণ ছিল ২৪ ক্যারেটের সোনার তৈরি পবিত্র কোরআনের একটি অনুলিপি। 


অস্ট্রিয়ার একটি প্রকাশনা সংস্থা এই অনুলিপিটি প্রদর্শনীর জন্য নিয়ে আসে। খবর খালিজ টাইমসের।


অস্ট্রিয়ার গ্র্যাজ শহরের প্রকাশনা প্রতিষ্ঠান আদেভা প্রায় দেড় কোটি টাকা মূল্যের এই সোনার কোরআনের অনুলিপি প্রদর্শন করে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি ফ্লোরিয়ান জানান, ‘অনুলিপিটি এগারো শতকে ইরাকের ইবনুল বাওয়াব তৈরি করেছিলেন। ১০ বছর আগে এমন ১০টি অনুলিপি সংগ্রহ করে আদেভা।


তিনি আরও জানান, সারা বিশ্বে এমন ৩০টি অনুলিপি রয়েছে। সোনার কোরআনের মূল পাণ্ডুলিপিটি জার্মানির মিউনিখের ব্যাভারিয়ান স্টেট লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে।


সূত্র: খালিজ টাইমস