Logo

যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন হাফিজুর

profile picture
জনবাণী ডেস্ক
১৩ নভেম্বর, ২০২২, ১৩:২৬
55Shares
যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন হাফিজুর
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন রাজপথে পরিশ্রম করছি যার ফলশ্রুতিতেই আজকের এই সফলতা তিনি সকলের কাছে দোয়া চান

বিজ্ঞাপন

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ যাত্রাবাড়ী থানা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ স্বাক্ষরিত এই কমিটিতে আগে থেকেই সভাপতি হিসাবে ছিলেন মো. আতিকুর রহমান খান ও সাধারণ সম্পাদক হিসাবে ছিলেন মো. রিপন হোসেন ফাহিম।

বিজ্ঞাপন

এদিকে পূর্নাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ছাত্রনেতা হাফিজুর মিয়া। এর আগে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আন্তগত ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগ এ নেতত্ব দেন।

বিজ্ঞাপন

পূর্নাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতজ্ঞতা জানান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ  ও যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রিপন হোসেন ফাহিমের প্রতি। তিনি বলেন, তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য রাজপথে মিছিল ও শ্লোগানের মাধ্যমেই প্রমাণ দিবেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন রাজপথে পরিশ্রম করছি যার ফলশ্রুতিতেই আজকের এই সফলতা। তিনি সকলের কাছে দোয়া চান।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD