ফারদিন হত্যা: নজরদারিতে ৪ গ্যাংস্টার

সে কখনও সিগারেট খায়নি ফারদিন কেনো চানপাড়ায় গিয়েছিলেন, সেটা পুলিশ তদন্ত করে বের করুক কেউ তাকে অপহরণও করতে পারে
বিজ্ঞাপন
ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের ডেমরা-রূপগঞ্জ সংলগ্ন চনপাড়ার চার গ্যাংস্টার গোয়েন্দাদের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
জানা গেছে গোয়েন্দাদের ধারণা, ফারদিন হত্যার সঙ্গে এই চার গ্যাংস্টারের পাশাপাশি এক মাদক সম্রাজ্ঞী জড়িত থাকতে পারেন। তাদেরকে গ্রেফতার করতে ধারাবাহিক অভিযানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
চার গ্যাংস্টার ও মাদক সম্রাজ্ঞী হলেন রায়হান, নূর জামাল, মাল্টা রনি, মুজাহিদ এবং মনু।
বিজ্ঞাপন
এদিকে ফারদিনের ছোট ভাই আবদুল্লাহ বিন নূর তাজিম বলেন, ফারদিনের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা তো দূরের কথা, সে কখনও সিগারেট খায়নি। ফারদিন কেনো চানপাড়ায় গিয়েছিলেন, সেটা পুলিশ তদন্ত করে বের করুক। কেউ তাকে অপহরণও করতে পারে।
জেবি/ আরএইচ/








